জয়পুরহাট পাঁচবিবিতে গ্রামীণ রাস্তা পাকাকরণে দুদু এমপি

প্রায় সাড়ে ৩’কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বার লাটপাড়ার সাড়ে ৩’কিঃমিঃ গ্রামীণ কাঁচারাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লাটপাড়া দাখিল মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক উদ্বোধনী আলোচনা সভা হয়। উপজেলা আ. লীগের সম্পাদক ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ জিহাদ মন্ডলের সভাপতিত্বে সভায় সামছুল আলম দুদু প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, থানার অফিসার ইনর্চাজ জাহিদুল হক, উপজেলা আ,লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, কোতোয়ালীবাগ ইউনিয়ন আ,লীগের সম্পাদক মমতাজুর রহমান ও মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ ছাত্রলীগের সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ সহ এলাকার সুধীজন।
জাগ্রত জয়পুরহাট