জয়পুরহাটের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রতন মন্ডল (২২) কে বগুড়ার আদমদীঘী উপজেলার মুরইল বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত রতন মন্ডল জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা বাজারের গোপালপুর রাস্তার মোড় থেকে নেশা জাতীয় ইঞ্জেকশনসহ গ্রেফতার হয় রতন। ওই মামলায় চলতি বছরের গত ২৮ আগস্ট জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।
র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রতনকে বগুড়ার আদমদীঘী উপজেলার মুরইল বাজার এলাকা হতে রোববার গভীর রাতে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাটের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
জাগ্রত জয়পুরহাট