জয়পুরহাট ডিবি পুলিশ কর্তৃক ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা টেবলেট সহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
উক্ত মাদক ব্যাবসায়ীকে গতকাল ০৯-১১-২০২৩ইং তারিখ ২২:৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ জনাব শাহেদ আল মামুন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান মিজান সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন, এএসআই (নিঃ) মোঃ সাজেদুর রহমান বিশেষ অভিযান পরিচালনা করেন।
উক্ত ডিবি ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করিয়া জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন রুকিন্দিপুর ইউনিয়নের জামালগঞ্জ ষ্টেশন রোড হইতে ১০০ (একশত) পিস ইয়াবা টেবলেট সহ আসামী ১। মোঃ হাসান সরদার জাহাঙ্গীর (৪২), পিতা- মৃত বাচ্চু সরদার, সাং-পশ্চিম মাথাপুর, থানা-আক্কেলপুর জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
জাগ্রত জয়পুরহাট