আধুনিক আক্কেলপুর গড়ার দৃঢ় প্রত্যয়: হুইপ স্বপন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার উন্নয়ন কাজ এবং শেখ রাসেল শিশুপার্ক নির্মাণের জন্য একনেকে প্রায় ৩২ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। আধুনিক আক্কেলপুর গড়ার দৃঢ় প্রত্যয় রয়েছে। বাংলাদেশকে উন্নত দেশ উপহার দেওয়া হবে।
বেকারত্ব দূরীকরণ দারিদ্র্য বিমোচন ও সমাজ বদলের অঙ্গিকার নিয়ে সরকার কাজ করছেন। যা আগামী চার বছরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা আছে । গতকাল জয়পুরহাটের আক্কেলপুরে পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরীর সভাপতিত্বে পৌরসভার আয়োজনে আক্কেলপুর মাঠে বিকেল চারটায় পৌরসভার উন্নয়ন কাজ এবং শেখ রাসেল শিশুপার্ক নির্মাণের জন্য একনেকে প্রকল্প সদয় অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হুইপ স্বপন।
পৌর এলাকার অধিকতর উন্নয়ন, নাগরিক সেবায় মান বৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণ বিষয়ক গণ-সংলাপে প্রধান অতিথি জয়পুরহাট-০২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনের জাতীয় সংসদ সদস্য, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি উপরোক্ত কথাগুলো বলেন।