রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ১০:০৪, ১৭ নভেম্বর ২০২৩

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা
সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় মহিলা সংস্থা’র কালাই উপজেলার কেন্দ্রের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের সাংসদ ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এই অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি, স্বাগত বক্তব্য রাখেন কালাই উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস রত্না রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মো.ফজলুর রহমান প্রমুখ। এ সময় কালাই উপজেলার সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা জ্যোতি কৃষ্ণ রায়, ইন্টেরিয়র ডিজাইন এ- ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রশিক্ষক শাহরিয়া, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষক তামান্না সুলতানা, বিউটিফিকেশন প্রশিক্ষক নাজনীন, ক্যাটারিং প্রশিক্ষক শারমিন আক্তার, বিজনেজ ম্যানেজম্যান্ট এ- ই-কর্মাস প্রশিক্ষক মোছা.মাহবুবা আক্তারসহ উপজেলার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ওই কর্মশালায় প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের সাংসদ ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, নারীরা সব সময়ই আমাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সংস্কার ও গণতান্ত্রিক সংগ্রামের প্রথম সারিতে থেকেছেন। এদেশের মূল জনগোষ্ঠীর অর্ধেক নারী। বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে আর তা সুন্দরভাবে বাস্তবায়ন করে নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, নারীদের উন্নয়নের বাইরে রেখে কখনো প্রকৃত উন্নয়ন করা সম্ভব নয়।

কোনো দেশই মূল জনগোষ্ঠীর একটি অংশকে বাদ দিয়ে উন্নয়ন করতে পারে না। সমাজের সবাইকে সঙ্গে করেই আমাদের উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। তাই এখন আর নারীদের বসে থাকার সময় নেই, যেকোনো উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছে এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছেন। পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ১শ জনের মাঝে এক এক করে চেক বিতরণ করেন অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, গণমাধ্যকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি