জয়পুরহাটে সূর্য পূজাতে দর্শনার্থীদের ভিড়

সূর্যের উপাসনাকে কেন্দ্র করে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে সূর্য পূজা। পূজায় নারী-পুরুষ উভয়েই ২৪ ঘণ্টারও বেশি সময় উপবাস পালন করে থাকেন। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা হওয়ার এক ঘণ্টা আগেই পূজারিরা ঢোল বাজিয়ে মাথায় পূজার সামগ্রী নিয়ে দল বেঁধে হাজির হয় জয়পুরহাট সরকারি মহিলা কলেজের পুকুর পাড়ে। এরপর পানিতে নেমে সূর্য পূজা শুরু করেন। আর এই পূজা দেখতে পুকুর পাড়ে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত ও দর্শনার্থীরা।
ছট পূজা বা সূর্যের উপাসনা ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের একটি জনপ্রিয় উৎসব। এটিই একমাত্র উৎসব যেখানে সূর্য দেবতার পূজা করা হয় এবং তাকে অর্ঘ্য নিবেদন করা হয়। হিন্দু ধর্মে সূর্য পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। তিনিই একমাত্র দেবতা যাকে সরাসরি দেখা যায়। বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে। সূর্যের আলোর অনেক রোগ ধ্বংস করার ক্ষমতা রয়েছে। সূর্যের শুভ প্রভাবে ব্যক্তি স্বাস্থ্য, গতি এবং আত্মবিশ্বাস লাভ করে।
ছট পূজায় সূর্য দেবতা ও ছটি মাতা অর্থাৎ ষষ্ঠী দেবীর পূজা করলে সন্তান, সুখ ও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। সাংস্কৃতিকভাবে ছট উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সরলতা, পবিত্রতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা। এ পূজার আরেকটি বিশেষ দিক হলো সূর্য স্নান। পুকুর বা নদীতে কোমর পর্যন্ত নেমে সূর্য অস্ত না হওয়া পর্যন্ত প্রার্থনা করেন ভক্তরা।
প্রাচীন সম্প্রদায়ের মতে, দেবতা সূর্যকে সন্তুষ্ট করতে প্রতি বছর সূর্য পূজার আয়োজন করা হয়। রোগ-শোক আর জগতের মঙ্গলের জন্যই বংশ পরম্পরায় এই অনুষ্ঠান পালন করে আসছেন তারা।