জয়পুরহাটের "ঝুম" এগ্রিকালচার বিভাগে ভারতে ভর্তির চান্স পেয়েছে

ভারতের বোলপুর শহরের শান্তি নিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর’র প্রতিষ্ঠিত ‘বিশ্ব ঐতিহ্য’র মর্যাদা প্রাপ্ত বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার বিভাগে স্নাতকে ভর্তির চান্স পেয়েছে জয়পুরহাটের কন্যা তপু রানী ঝুমু ৷
সে জয়পুরহাট শহরের পশ্চিম-সবুজনগরের অরূপ কুমার মণ্ডল ও সারতি রানী মণ্ডলের দ্বিতীয় সন্তান ৷ উল্লেখ্য যে, সে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং জয়পুরহাট সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সাথে পাশ করেছে ৷
ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ভেতর একটি এবং ইউনেস্কো দ্বারা ‘বিশ্ব ঐতিহ্য’র মর্যাদাপ্রাপ্ত বাংলা সংস্কৃতির অন্যতম সেরা বিদ্যাপীঠে সে ভর্তির সুযোগ পাওয়ায় আমরা গর্বিত ।
সে বিশ্বস্বীকৃত এই মহান বিদ্যাপীঠ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে আমাদের জেলা তথা দেশের গৌরব বৃদ্ধি করুক ৷ আমরা তার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করি। অভিনন্দন জয়পুরহাটের কন্যা ঝুমু।