জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় বন্ধন উড়াও নামে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ ও স্পেশাল ট্র্যাইবুন্যাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসুলি নৃপেন্দ্র নাথ মণ্ডল। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোর রাতে জেলার পাঁচবিবি উপজেলার কয়া গ্রামে ৭০ বোতল ফেন্সিডিল সহ বন্ধন উড়াও কে গ্রেপ্তার করে।
অপর আসামি মাজেদুল পালিয়ে যায়। পরে পাঁচবিবি থানার এস আই বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে মাদকের মামলা করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এ রায় প্রদান করেন। মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন রায়হান নবী।