রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ১৪:৪২, ২০ নভেম্বর ২০২৩

আপডেট: ১৪:৪৩, ২০ নভেম্বর ২০২৩

সবচেয়ে দামি মদের রেকর্ড গড়লো ‘ম্যাকালান ১৯২৬’

সবচেয়ে দামি মদের রেকর্ড গড়লো ‘ম্যাকালান ১৯২৬’
সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে দামি মদের রেকর্ড গড়লো বিরল ম্যাকালান ১৯২৬ হুইস্কি। স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) লন্ডনের সোথবির নিলামে ২১ লাখ পাউন্ড দাম হাকিয়ে বিগত সব রেকর্ড ভেঙ্গেছে এই মদ। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এ খবর জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, নিলামে বিক্রি হওয়া সব ওয়াইনের রেকর্ড ভেঙ্গেছে এ হুইস্কি। গড়েছে নতুন রেকর্ড।

‘ম্যাকালান ১৯২৬’ এই বোতলটি সাত লাখ ৫০ হাজার থেকে ১২ লাখ পাউন্ড দামে বিক্রি হবে বলে আশা করছিলো নিলাম কর্তৃপক্ষ। তবে শনিবারের নিলামে হুইস্কির এই বোতলটি প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ দাম হাঁকিয়েছে। যার মূল্য ২১ লাখ ৮৭ হাজার ৫০০ পাউন্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, এটিই প্রথম নয়; এর আগেও ‘ম্যাকালান ১৯২৬’-এর একটি বোতল সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়েছিল। ২০১৯ সালে লন্ডনে সোথবির নিলামে ১৫ লাখ পাউন্ড দাম হাঁকিয়েছিল এটি। এবার নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙ্গলো ‘ম্যাকালান ১৯২৬’।

প্রতিবেদনটিতে বলা হয়,রেকর্ড-ব্রেকিং এই বোতলটি ১২টি ‘ম্যাকালান ১৯২৬’ বোতলের একটি। ১৯৯৩ সালে ইতালীয় চিত্রশিল্পী ভ্যালেরিও অ্যাডামি এর ডিজাইন করেছিলেন। অ্যাডামির ১৯২৬ এখন পর্যন্ত উৎপাদিত প্রাচীনতম ম্যাকালান মদ।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদিড্র হওয়া সিরিজে সেরা স্বর্ণামনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজকোপা আমেরিকা ২০২৪ : একনজরে দেখে নিন সূচিবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর