• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

দেশের শুভ দিনেও অশুভ শক্তির নৈরাজ্য সৃষ্টির পায়তারা

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০১৯  

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে তিনবার সফল ভাবে রাষ্ট্র পরিচালনা করেন, এবং সদ্য সমাপ্ত নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা তৃতীয় বারের ন্যায় সরকার গঠন করেন। বাংলাদেশে পরপর তিন বার প্রধানমন্ত্রী হওয়ার এবং ৪ বার প্রধানমন্ত্রী থাকার নজির আর কারও নেই। তিনি দক্ষ হাতে রাষ্ট্র পরিচালনা করে বিশ্বের বুকে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে এখানেও বাদ বেঁধেছে একাত্তরেও স্বাধীনতা বিরোধী চক্র। তখন তারা যেভাবে চেয়েছিল বাংলাদেশে যেনো পরাধীনতার জিঞ্জির ভাংতে না পারেন ঠিক তেমনি স্বাধীনতার এতগুলো বছর পরেও সেই পায়তার এখন করে যাচ্ছেন। তাদের সাথে জোট বেঁধেছে আরেকটি সন্ত্রাসী সংগঠন বিএনপি, এই দুইয়ে মিলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে নস্যাৎ করে দিতে চাচ্ছেন। কখনো তারা হরতালের নামে জ্বালাও পোড়াও করে, কখনোবা সাজানো আন্দোলন তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশকে নৈরাজ্যের মুখে ঠেলে দেন। শেখ হাসিনা যখন চতুর্থবারের মতো সরকারের দায়িত্বভার গ্রহণের জন্য শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে জনগণ দ্বারা বর্জিত নিএনপি জামায়াত সন্ত্রাসী চক্র সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে গুঁজব ছড়িয়ে দেশে নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত শ্রমিক বান্ধব এবং তিনি নিজেই সুপারিশ করে প্রতিবারেই পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যবস্থা করেন। সেখানে এই আন্দোলনের পেছনে কে বা কারা আছেন দেশের জনগণের কাছে তা পরিষ্কার। পোশাক শ্রমিকদের কাছে দেশের সাধারণ জনগনের একটাই চাওয়া, তারা যেন কারো গুজবে বিভ্রান্ত নাহয়ে তাদের কর্মস্থলে ফিরে দেশে উন্নয়নের চাকা আরো গতিশীল করবেন। জননেত্রী শেখ হাসিনা সরকার মানেই উন্নয়নের সরকার, কৃষক শ্রমিক দিনমজুরের সরকার।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট