• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

গার্মেন্টস শিল্পকে ধ্বংসের জন্য নেমেছে বিএনপি জামায়াত সন্ত্রাসী

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০১৯  

বিএনপি জামায়াত জোটের ক্ষমতা কালীন সময়ে চাঁদাবাজি, দুর্নীতির অবৈধ বাণিজ্য কেন্দ্র স্থলে পরিণত করেছিলো গার্মেন্টস শিল্পকে। তৎকালীন সময়ে শত শত কোটি টাকা লুট করা হয়ে ছিল গার্মেন্টস শিল্প থেকে। তাদের অসহযোগিতা আর ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য বন্ধ হতে থাকে একের পর এক গার্মেন্টস প্রতিষ্ঠান। ফলে গার্মেন্টস মালিকরা যেমনী নিঃস্ব হয়ে পথে বসতেন তেমনি দুর্বিষহ অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হতেন গার্মেন্টস শ্রমিকরা। ঈদ বোনাস তো দূরের কথা ঠিক মতা বেতনই মিলতনা গার্মেন্টস শ্রমিকদের বেলাতে, নূন্যতম বেতনে চলতো তাদের মানবেতর জীবন যাপন।  শ্রমিকরা ন্যায্য মুজুরি বলতে শুধু প্রহসনের স্বীকার হতেন। বিশেষ করে শোষণের চরম পর্যায়ে ছিলেন পোশাক শ্রমিকরা। দৈনিক ১২ ঘণ্টা হার ভাঙ্গা পরিশ্রমের পরে অতিরিক্ত মুজুরিতো দূরের কথা মাস শেষে ন্যায্য মুজুরিটাও পেতেননা। বিএনপি জামায়াত জোট আজ ক্ষমতা হীন,তাদের মত দুর্নীতিবাজদের দেশের কোথাও কোন সেক্টরে কর্তৃত্ব নেই। পাচ্ছেনা তারা গার্মেন্টস শিল্পের মত টাকা কামানোর মেশিন। তাইতো তারা আজ গুঁজব আর মিথ্যের আশ্রয় নিয়ে আন্দোলনের নামে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছেন গার্মেন্টস শিল্পকে। গার্মেন্টস শ্রমিক সাজিয়ে তাদের সন্ত্রাসী বাহিনী নামিয়েছেন রাজ পথে,গার্মেন্টস শিল্পকে ধ্বংসের পায়তারায় নেমেছেন তারা। এই ইস্যু নিয়েই হয়তো জঙ্গি হামলার মত বড় কোন নাশকতার প্লান করে চলেছেন আন্তর্জাতিক স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপি। যার দুর্ভোগ পোহাতে হবে এদেশের খেটে খাওয়া মেহনতি জনগণকে, যেমনি আমাদের সহ্য করতে হয়েছিলো পেট্রোল বোমায় দগ্ধ হয়ে হাসপাতালের লোহার বেডে শুয়ে।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট