• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

ডিজিটাল প্ল্যাটফর্মে সরকারের উন্নয়ন তুলে ধরা হবে: কবির বিন আনোয়

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবে আওয়ামী লীগ। এর পাশাপাশি ডিজিটালি নির্বাচনী প্রচারণাও চালানো হবে।

বুধবার নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কবির বিন আনোয়ার বলেন, স্মার্ট কর্নার থেকে প্রতিটি উপজেলা তথা ইউনিয়ন পর্যায়ে কিছু নারী-পুরুষ তৈরি করা হচ্ছে। যারা অনলাইন প্লাটফর্মে নৌকার পক্ষে ক্যাম্পেইন করবে। তিনবারের মতো এবারও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষেই রায় দেবেন।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট