রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৪:৫৫, ২৯ অক্টোবর ২০২৩

আপডেট: ১৪:৫০, ১৬ নভেম্বর ২০২৩

বিএনপি ও জামায়াতের ঢিলেঢালা হরতালেও ভোগান্তি জনসাধারণের

বিএনপি ও জামায়াতের ঢিলেঢালা হরতালেও ভোগান্তি জনসাধারণের

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে রাজধানীতে। যথারীতি কর্মস্থলে যাচ্ছেন মানুষ। খোলা রয়েছে বেশিরভাগ দোকানপাট। রাস্তা অনেকটাই ফাঁকা। তবে গণপরিহনের সংকট রয়েছে। এতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মুগদা বিশ্বরোড এলাকায় দেখা যায়, প্রতিদিনের থেকে আজকের চিত্র একটু ভিন্ন। প্রতিদিন এই সময়ে এই সড়কের বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির জটলা থাকলেও আজকে তেমনটা নেই। গণপরিবহন চলছে কম। মাঝে মধ্যে দু-একটা বিআরটিসি বাস ও কিছু নিয়মিত চলাচলকারী বাস চলতে দেখা গেছে। যা প্রতিদিনের তুলনায় খুব সামান্য। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গণপরিবহন না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যে রওয়ানা দিচ্ছেন।

মুগদা মেডিকেলের সামনে এক যাত্রী বলেন, আমার অফিস ফকিরাপুলে। মিডলাইন, বাহন বাসে যাতায়াত করি। আজকে খুবই কম গাড়ি। দু-একটা এলেও উঠা যাচ্ছে না। তাই কমলাপুর ফুটওভার ব্রিজ দিয়ে হেঁটেই যাচ্ছি।

একই এলাকার আরেক যাত্রী বলেন, আমার একটু জরুরি কাজে শাহবাগ যাওয়ার দরকার। বাস কম। রিকশা ভাড়া অনেক বেশি চাচ্ছে। দেখি হেঁটে সামনে গিয়ে কিছু পাই কি না।

এদিকে এই এলাকায় হরতাল সমর্থকদের তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কে মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

সুত্র- Dhaka mail 

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি