রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৫:৪৬, ১৬ নভেম্বর ২০২৩

আপডেট: ১৭:২৫, ১৬ নভেম্বর ২০২৩

একসঙ্গে পর্দায় আসছে সালমান শাহ’র দুই ছবি

একসঙ্গে পর্দায় আসছে সালমান শাহ’র দুই ছবি

বাংলা চলচ্চিত্রের অকাল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। অভিনয়ে এখনো ঘুরেফিরেই উঠে আসে তার কথা। মৃত্যুর দুই দশকের বেশি সময়েও সালমান শাহর শূন্যতা পূরণ হয়নি। এদিকে, এ নায়কের সর্বাধিক ছবিতে জুটি হিসেবে ছিলেন চিত্রনায়িকা শাবনূর। আজও সিনেপ্রেমীদের কাছে চর্চিত তারা। এ হিসেবেই সালমান শাহ ভক্তরা আয়োজন করেছে এই জুটির জনপ্রিয় দুটি সিনেমার প্রদর্শনী।

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে দেখানো হবে সালমান শাহ-শাবনূর অভিনীত চলচ্চিত্র ‘জীবন সংসার’ ও ‘বিক্ষোভ’। এক বিবৃতিতে টিম সালমান শাহর তরফে বলা হয়, ‘প্রিয় তারকা অভিনীত দর্শকনন্দিত এই চলচ্চিত্র দুটি বড়পর্দায় দেখার এমন সুযোগ সবসময় আসবে না। এই প্রজন্মের চলচ্চিত্রপ্রেমী দর্শক যারা বড়পর্দায় সালমান শাহ অভিনীত কোনো চলচ্চিত্র দেখেননি, কিন্তু দেখার আগ্রহ আছে, তারা চাইলে এই সুযোগে ঝকঝকে প্রিন্ট দেখে নিতে পারেন।’

জানা গেছে, জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এ ছাড়া মহম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ প্রদর্শিত হবে বিকাল ৫টা ৩০ মিনিটে।

এদিকে, চলচ্চিত্র দুটি উপভোগ করার জন্য কোনো টিকিট কাটতে হবে না। সালমান শাহ ভক্তদের আয়োজনে এই চলচ্চিত্র প্রদর্শনী সকল দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে উপভোগ করতে পারবেন অমর নায়কের অসাধারণ এই দুটি চলচ্চিত্র।

সূত্র: ডেইলি-বাংলাদেশ 

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি