জয়পুরহাটে স্বাস্থ্য সেবা নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আগামী ১৭-২২ ডিসেম্বর পযন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাঃ কে এম জোবায়ের গালিবের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক হাশেম ইমাম, ডাঃ শাহানাজ, সাংবাদিক শাজাহান সিরাজ মিঠু প্রমুখ। সভায়, আগামী ১৭-২২ ডিসেম্বর পযন্ত যে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে যেন সকল পরিবারই স্বাস্থ্য সেবা সঠিকভাবে পেয়ে থাকে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জাগ্রত জয়পুরহাট