বিদেশি ব্র্যান্ডের কৌটায় চকের প্রসাধনী
জাগ্রত জয়পুরহাট
প্রকাশিত: ৩০ মে ২০১৯

রাজধানী ঢাকাসহ সারাদেশে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নামে চলছে নকল পণ্যের অবাধ বাণিজ্য। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী স্থানীয় বিভিন্ন অবৈধ ঘুপচি কারখানায় উৎপাদিত পণ্য বিদেশি ব্র্যান্ডের লোগো লাগিয়ে নামকরা সব দোকান ও শোরুমে বিক্রি করছে। এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকজনকে সাজা দেয়া হলেও থামেনি অবৈধ এসব প্রসাধনীর বিক্রি। ঈদকে সামনে রেখে তারা যেন আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে।
জানা গেছে, রাজধানীর গুলিস্তান, ফার্মগেট, মৌচাক, নিউমার্কেটসহ নামকরা শপিং মলগুলোতেও নকল ও অবৈধ প্রসাধনী সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে। অলিগলির কসমেটিকসের দোকানেও অধিকাংশই নকল পণ্য। আর এসব নকল ও অবৈধ প্রসাধনী আসে চকবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন অবৈধ কারখানা থেকে। সেখান থেকে ব্যবসায়ীদের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ছে এসব পণ্য।
গত সপ্তাহে প্রশাসনের অভিযানে বেশকিছু দোকানে এসব নকল ও অবৈধ প্রসাধন সামগ্রী ধরা পড়েছে। বসুন্ধরা সিটির আলমাস সুপার শপ ও মোস্তফা মার্টের মতো স্বনামধন্য শোরুমেও মিলেছে নকল পণ্য। চকবাজার ও জিঞ্জিরার নকল শ্যাম্পু ও কসমেটিকস সামগ্রী বিদেশি বলে বিক্রির অভিযোগে বসুন্ধরা সিটির আলমাস সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে মোস্তফা মার্টকেও জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ওই অভিযান শেষে অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, বসুন্ধরা সিটির আলমাস সুপার শপ ও মোস্তফা মার্ট তাদের কসমেটিকস পণ্য, শ্যাম্পু, সাবান, ব্যাগসহ বিভিন্ন পণ্য বিদেশি বলে বিক্রি করছিল। কিন্তু সেসব পণ্যে কোন আমদানিকারক প্রতিষ্ঠানের নাম, ঠিকানা বা উৎপাদন তারিখ বা মূল্য লেখা ছিল না। ফলে দাম নিজেদের মতো করে রাখছিল। এগুলো দেখে মনে হয়েছে কেরানীগঞ্জ, জিঞ্জিরা, চকবাজার ও মৌলভীবাজার থেকে নকল কসমেটিকস এনে বিদেশি বলে বিক্রি করা হচ্ছিলো। এসব পণ্য বিষয়ে তাদের কাছে কোন সদুত্তর পাওয়া যায়নি। মোস্তফা মার্টের পক্ষ থেকে বলা হচ্ছে- ওইসব পণ্য লাগেজে করে আনা হয়েছে। তবে লাগেজে করে এত পণ্য আনা সম্ভব নয়। আর এভাবে পণ্য আনলে ভেজাল হওয়ার সম্ভাবনাই থাকে বেশি।
আলমাস সুপার শপকে এর আগেও অনেকবার নকল ও অবৈধ পণ্য রাখার দায়ে জরিমানা করা হয়েছে। তারপরও ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত বছরের ২৫ জুন অবৈধ পন্থায় আসা লাগেজ পার্টির নকল পণ্য বিক্রির দায়ে ধানমন্ডির আলমাস সুপার শপে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এর তিন মাস আগেও ২১ মার্চ ওই প্রতিষ্ঠানকে একই অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়া ২০১৫ সালের ১৩ অক্টোবর গুলশান এলাকায় আলমাসের দুটি শাখায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তখনও সেখানে নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
নকল পণ্যের পাইকারি বাজার হিসেবে পুরান ঢাকার কিছু এলাকার পরিচিতি দেশজোড়া। গলি-ঘুপচিতে বহুতল আবাসিক ভবনে গড়ে তোলা হয়েছে প্রসাধনীর অবৈধ কারখানা ও গুদাম, যা সাংঘাতিক ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যবসায়ীরা বলছেন, বহুযুগ ধরে পুরান ঢাকা নানা ব্যবসার কেন্দ্র। দেশীয় কোম্পানি ও আমদানি করা বিদেশি পণ্য বিক্রির কেন্দ্রও পুরান ঢাকা। ব্যবসায়ীদের হিসেবে, এই এলাকার প্রসাধনীর ব্যবসা বছরে হাজার কোটি টাকা ছাড়ায়। তবে এই বিশাল অঙ্কের ব্যবসার বেশির ভাগই চলছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদন ছাড়া। এ এলাকায় নকল পণ্যের ব্যবসায়ীদের অবস্থান অনেক শক্তিশালী।
জানা গেছে, গত দুই বছরে চকবাজার, লালবাগ, ইসলামবাগ, ইমামগঞ্জ ও নবাবপুর এলাকায় ১১২টি নকল পণ্যের কারখানা বন্ধ করে সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসবের সঙ্গে যুক্ত ১৭৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। তাৎক্ষণিক জরিমানা আদায় হয়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা।
এদিকে শিল্প মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত অবৈধ প্রসাধনসামগ্রী উৎপাদন ও বিক্রির অভিযোগে মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই ৯৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে, ৮টি কারখানা সিলগালা ও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া আবার প্রসাধনী ভরে (রিফিলিং) বাজারে বিক্রির জন্য রক্ষিত ১৮ ট্রাক নামী ব্র্যান্ডের প্রসাধনীর কৌটা ধ্বংস করেছে সংস্থাটি।
নাম প্রকাশে অনিচ্ছুক পুরান ঢাকার এক ব্যবসায়ী নেতা বলেন, অলিগলিতে নকল কারখানাগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। নকল প্রসাধনীর দৌরাত্ম্যে তাদের ব্যবসা লাটে উঠতে বসেছে। এসব নকল পণ্য উৎপাদনকারীরা অনেক শক্তিশালী, সবাইকে ম্যানেজ করে চলছে তারা। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত আসেন, কিছু শাস্তি দিয়ে চলে যান। কিন্তু অর্থদণ্ড দিয়ে একই কাজ শুরু করেন নকল পণ্যের ব্যবসায়ীরা।
এ বিষয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, এ অবস্থা তো একদিনে তৈরি হয়নি। প্রশাসনকে একই সঙ্গে প্রতিরোধ ও আইনি ব্যবস্থাকে জোরদার করতে হবে। সেই সঙ্গে গণমাধ্যমকে আরো সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। সর্বোপরি ভোক্তাদের নকল পণ্য সম্পর্কে সচেতন হওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন গোলাম রহমান।

- জয়পুরহাটে ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন
- কালাইয়ে মসলার বাজার সরগরম
- সচিব হলেন তিন কর্মকর্তা
- পতেঙ্গা কনটেইনার টার্মিনাল চালু হচ্ছে এ মাসেই
- নতুন ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত
- কর্মী হিসেবে মালয়েশিয়া যেতে সর্বোচ্চ খরচ ৭৯ হাজার টাকা
- পদ্মা সেতুর আদলে হবে চট্টগ্রামের কালুরঘাট রেল সেতু
- ‘মান বজায় রেখে বর্জ্য পরিশোধনে প্রস্তুত ট্যানারির সিইটিপি’
- পাঁচ দিনেই পাঁচ হাজার কোটি টাকার রেমিট্যান্স
- ডিজিটাল ডিভাইস হবে দেশের প্রধান রপ্তানি পণ্য :প্রধানমন্ত্রী
- বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
- নারী-পুরুষের মধ্যে কার চুলকানি বেশি?
- গরু পালন করে স্বাবলম্বী চর ধলেশ্বরীর ২ শতাধিক পরিবার
- ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
- ধর্ম শিক্ষা বাদ দেওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- ঈদের আগে রেমিট্যান্সে জোয়ার, ৫ দিনে এলো ৫০০০ কোটিরও বেশি
- আয়ুষ্মানের নায়িকা হয়ে বলিউডে সামান্থা
- হার মানলো বৃষ্টিও, ত্রিপল মাথায় দিয়ে বরযাত্রী হাজির বিয়েতে!
- কোরবানির চামড়া কী করবেন?
- দেখব ইংল্যান্ডের এই ‘ব্যাজবল’ ক্রিকেট কতদিন স্থায়ী হয়: স্মিথ
- জেলের জালে ৩১ কেজির বাগাড়
- আক্কেলপুরে জমে উঠেছে পশুর হাট
- জয়পুরহাটে ০২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- পাঁচবিবিতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির নিমিত্তে আলোচনা
- পাঁচবিবিতে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ
- জয়পুরহাটে ৮৫ হাজার ৬শ ৯৭ পরিবার পাচ্ছে ভিজিএফ সহায়তা
- সহজেই টিকিট পাচ্ছেন কমিউটার ট্রেনের যাত্রীরা
- মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালান
- বেলজিয়ামের সঙ্গে সম্পর্কোন্নয়নে রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতির নির্দেশ
- এবার বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
- পরিত্যক্ত ইটভাটায় বিশ্বখ্যাত আম চাষ করে সাংবাদিক হেলালের চমক
- ঐতিহ্যবাহী পাঁচবিবির গরুর হাট জমে উঠেছে
- ছাগলের ওজন ৮৬ কেজি, দাম হাঁকাচ্ছেন ৮৫ হাজার
- পৌনে ৩ কেজির এক ইলিশ ৮ হাজার টাকায় বিক্রি!
- ৭শ’ টাকার খাবার খাওয়া পাগলা রাজার দাম ১৫ লাখ
- নাটোরে গরু মহিষের সৌখিন খামার গড়ে সফল হয়েছেন রেকাত আলী
- ভদ্রবাবু-দুষ্টুবাবুর দাম ২৫ লাখ
- দুইশ কেজির মাছ ভেবে তুলতে পারেনি, ডুবুরি এনে দেখলেন ৬শ গ্রাম
- মেহেরপুরে কচুর লতি চাষে ভাগ্য বদল চাষিদের
- মরুভূমির খেজুর এখন নাটোরে
- জয়পুরহাটে দেশি গরুর আধিক্য, কমেছে ভারতীয় গরুর চাহিদা
- কাঁপাবে হাট, নেই রাগ
- বেনাপোলের লোকালয়ে মেছো বাঘ
- ইন্টারনেটে সার্চে পদ্মা সেতু নিয়ে মানুষের যত আগ্রহ
- পদ্মায় ধরা পড়েছে ১৩ কেজির বোয়াল, দাম ১৬ হাজার টাকা!
- সাড়ে ৫ ঘণ্টায় ট্রেনের ৫৭ হাজারের বেশি টিকিট বিক্রি
- এক বাঘাইড় ৪৭ কেজি, বিক্রি ৫৬ হাজারে
- এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
- অসময়ের তরমুজ চাষে সফল হবিগঞ্জের সানু মিয়া!
- ৩০ মণের ‘ভিক্টর’, কাড়ছে নজর
