• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৬ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

দাওয়াত খেয়ে যে দোয়া পড়বেন

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

মেহমানদারি নবী-রাসুলদের আদর্শ। কেউ কারো মেহমান হলে মেজবানের দায়িত্ব মেহমানকে আপ্যায়ন করা, এটি নবীজির সুন্নত। মেজবানের কাছ থেকে বিদায় নেওয়ার সময় মেহমানেরও একটি দোয়া পড়া সুন্নত। আবদুল্লাহ ইবনে বুসর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) আমার বাবার কাছে এলেন। আমরা তাঁর জন্য খাবার পরিবেশন করলে তিনি তা আহার করলেন।

তারপর খেজুর আনা হলে তিনি তা খেতে থাকলেন এবং দুই আঙুলের মাধ্যমে খেজুরের বিচি ফেলে দিতে লাগলেন মধ্যমা ও তর্জনী একত্র করে। শু’বাহ বলেন, এটা আমার সন্দেহ, ইনশাআল্লাহ এটাই সঠিক। তারপর পানীয় দ্রব্য আনা হলে তিনি তা পান করলেন, তারপর পানপাত্র তাঁর ডান পাশের ব্যক্তিকে দিলেন। 

আবদুল্লাহ ইবনে বুসর (রা.) বলেন, তারপর আমার বাবা তাঁর সওয়ারির লাগাম ধরে বললেন, আমাদের জন্য দোয়া করুন। তখন তিনি এই দোয়া করলেন। (তিরমিজি: ৩৫৭৬)

উচ্চারণ: ‘আকালা ত্বোয়ামাকুমুল আবরার, ওছল্লাত আলাইকুমুল মালায়িকাহতু ওয়াআফতার ইন্দাকুমুছ ছ’য়িমুন।’ অর্থ: আল্লাহ এমন করুন যেন (এমনভাবে) নেককার লোকেরা তোমাদের খানা খায় এবং ফেরেশতাগণ যেন তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনার দোয়া করে এবং রোজাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে। (আবু দাউদ, ইবনে মাজা)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল মেহমান ও মেজবানকে যথাযথ সুন্নাহ পালনের তাওফিক দান করুন। আমিন।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট