জিন ইনসানের বিয়ে কি বৈধ?

জিন ইনসানের বিয়ে কি বৈধ? বিষয়টি নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মত পার্থক্য আছে। জালাল উদ্দীন সুয়ুতি (রা.)-সহ পরবর্তী সময়ের অনেকে এটা উল্লেখ করেছেন যে, না এই বিয়েটা বৈধ নয়, জিন ভিন্ন হওয়ার কারণে। যেমন- জিন আগুনের সৃষ্টি আর মানুষ মাটির ।
আরেকটি কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ‘তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য তোমাদের সঙ্গীদের তৈরি করা হয়েছে’।
অধিকাংশ ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে, জিন ও ইনসানের মধ্যে বৈবাহিক সম্পর্ক জায়েজ নেই। এদের মধ্যে বিবাহ বৈধ নয়, তার অনেক কারণ রয়েছে। এর মধ্যে মৌলিক কারণ হলো, সন্তান বা পরবর্তী প্রজন্মের বিষয়টি যথাযথ হবে না এবং ক্ষতিগ্রস্ত হবে।
দ্বিতীয় কারণ হলো, শারীরিক করণে মানসিক যে প্রশান্তি রয়েছে, সেই প্রশান্তিটুকু আসবে না। এই দুটি কারণে মূলত বিষয়টি অসম্ভব।
সূত্র: ডেইলি-বাংলাদেশ।
জাগ্রত জয়পুরহাট