শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১১:০১, ৮ জুলাই ২০২১

ফেসবুক ব্যবহারকারীদের বিপদে ফেলছে এই ৯ অ্যাপ

ফেসবুক ব্যবহারকারীদের বিপদে ফেলছে এই ৯ অ্যাপ

বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি করছে। অ্যাপগুলোতে ট্রোজান ভাইরাস ছিল। এই অ্যাপগুলোর কয়েকটি ৫০ লাখ বারের মতো ডাউনলোড হয়েছে!

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, তথ্য চুরির অভিযোগে প্লে স্টোর থেকে ৯ অ্যাপ সরিয়ে ফেলেছে গুগল।

অ্যাপগুলো ফেসবুকের লগইন তথ্য এবং পাসওয়ার্ড চুরি করতে সক্ষম ছিল বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ডিআরওয়েব। যেসব ব্যবহারকারী অ্যাপগুলো ডাউনলোড করেছেন তাদের ডিলিটের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির রিপোর্ট অনুযায়ী, অ্যাপগুলোর ব্যবহার শুরু হলে কিছু বাড়তি সুবিধার অফার দেয়া হয়। ফেইসবুকে লগইন করলেই সুবিধাগুলো দেয়া হতো। এই সুযোগে অ্যাপগুলো পাসওয়ার্ডের নোট রাখতো।

প্লেস্টোরে থেকে ভ‌াগিয়ে দেওয়া অ্যাপগুলো হচ্ছে- Processing Photo, App Lock, Rubbish Cleaner, Horoscope, Horoscope Pi, App Lock Manager, Lockit Master, Inwell Fitness, PIP Photo. এগুলোর আগে সরানো হয়  EditorPhotoPip অ্যাপ।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়