শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:৪৩, ৫ জুলাই ২০২২

ফোন সরিয়ে জীবন উপভোগ করুন, বললেন মোবাইলের স্রষ্টা

ফোন সরিয়ে জীবন উপভোগ করুন, বললেন মোবাইলের স্রষ্টা

মার্টিন কুপার—সেলফোন-এর আবিষ্কারক তিনি। কে না চেনে তাকে! ১৯৭৩ সালে তার হাতেই তৈরি প্রথম ‘ওয়্যারলেস ফোন’ । গত শতাব্দীর সত্তরের দশকে ‘মটোরোলা ডাইনাট্যাক ৮০০০এক্স’ নামক মোবাইল ফোনটি দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ এই দুনিয়াকেই বদলে দিয়েছে।

হাতে স্মার্টফোন নেই, এখন এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কেউ কেউ তো সারাদিন ডুবে রয়েছেন স্মার্টফোনে। অথচ যিনি সেলফোন-এর আবিষ্কারক, তিনি দিনে কতক্ষণ ব্যবহার করেন?

মার্টিন কুপারের এখন ৯৩ বছর বয়স। সম্প্রতি বিবিসি ব্রেকফাস্ট শো-তে মার্টিন জানান, দিনের মাত্র ৫ শতাংশ সময় তিনি স্মার্টফোন ব্যবহার করেন। তিনি বলছেন, ‘জীবনকে উপভোগ করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার কমাতে হবে।’

আমেরিকার শিকাগোর বাসিন্দা মার্টিন বরাবর চেয়েছেন, সেলফোন হবে মানুষের ব্যক্তিগত ফোন, যাতে একটা নম্বর ডায়াল করে কোনো বিশেষ জায়গা নয়, শুধু একজন বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার জীবনে অনেকরকম সমস্যা ডেকে আনতে পারে, এই ব্যাপারে সতর্কবাণী শোনালেন মার্টিন কুপার। তিনি বলেছেন, মোবাইল ছেড়ে মানুষের জীবন নিয়ে মেতে থাকা উচিত।

১৯৭৩ সালে প্রথমবার মার্টিন কুপার সেলফোনে নম্বর ডায়াল করেছিলেন। ‘মটোরোলা ডাইনাট্যাক ৮০০০এক্স’ ফোন তৈরিতে তার সময় লেগেছিল মাত্র তিন মাস। এই সেলফোন আবিষ্কারে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছিল বলে জানা যায়।

প্রথম ‘ওয়্যারলেস ফোন’ আবিষ্কার করে গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। গত শতাব্দীর সত্তরের দশকে ‘মটোরোলা ডাইনাট্যাক ৮০০০এক্স’ নামক মোবাইল ফোনটি দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ এই দুনিয়াকেই বদলে দিয়েছে। সেই মোবাইল ফোনের অন্যতম স্রষ্টা স্বয়ং মার্টিন কুপারই দিনের মাত্র ৫ শতাংশেরও কম সময় স্মার্টফোন ব্যবহার করেন। তিনি বলছেন, ‘‘জীবনকে উপভোগ করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার কমাতে হবে।’’

আমেরিকার শিকাগোর বাসিন্দা মার্টিন বরাবর চেয়েছেন, সেলফোন হবে মানুষের ব্যক্তিগত ফোন, যাতে একটা নম্বর ডায়াল করে কোনও বিশেষ জায়গা নয়, শুধু এক জন বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। তিনি সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি দিনে পাঁচ শতাংশেরও কম সময় মোবাইল ব্যবহার করি।’’

যাঁরা দিনে পাঁচ শতাংশের বেশি সময় মোবাইল ঘেঁটে কাটান, তাঁদের উদ্দেশেও এক গাল হেসে মার্টিন বলেন, ‘‘জীবনকে উপভোগ করতে শিখুন। মোবাইলের ব্যবহার কমান।’’

১৯৭৩ সালের ৩ এপ্রিল প্রথম মোবাইল আবিষ্কার করেন মার্টিন। সেই দিনের কথা স্মরণ তিনি বলেন, ‘‘ফোনটা আড়াই পাউন্ড ওজনের ছিল। আর ১০ ইঞ্চি লম্বা। এক বার চার্জ দিয়ে ২৫ মিনিট কথা বলা যেত। আর চার্জ হতে সময় লাগত ১০ ঘণ্টা।’’

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ