• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

যে ভুল করলে টুইটারে ৭ দিন নিষিদ্ধ হতে পারেন

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২  

জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার ইলন মাস্ক দখলে নেওয়ার পর পাল্টেছেন বিভিন্ন নিয়ম। করেছেন বিপুল কর্মী ছাটাই। এবার ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলেন তিনি। জানিয়ে দিলেন, নিয়ম ভাঙলেই সাতদিনের জন্য টুইটার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হবে।

কী কী করলে সমস্যায় পড়তে পারে আপনার টুইটার অ্যাকাউন্ট? মার্কিন ধনকুবের জানান, খারাপ উদ্দেশ্যে যদি আপনি কারও ব্যক্তিগত তথ্য টুইটারে ফাঁস করেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কী ধরনের তথ্য ফাঁস করলে বিপাকে পড়বেন? কোনও ব্যক্তির ঠিকানা, মোবাইল নম্বর, সেই ব্যক্তির সন্তানরা কোন স্কুলে পড়ে-এই ধরনের ব্যক্তিগত তথ্য প্রকাশ করলে অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হবে। অর্থাৎ সাতদিনের জন্য আপনি কোনওভাবেই টুইটার ব্যবহার করতে পারবেন না।

হঠাৎ টুইটারে কড়াকড়ির কারণ জানিয়ে ইলন মাস্ক বলেন, ‘গত রাতে লস অ্যাঞ্জেলসে আমার গাড়িতে আমার ছেলে যাচ্ছিল। আমি ছিলাম না। তবে আমি আছি ভেবে একজন আমার গাড়ি ধাওয়া করে। একটা সময় আমার গাড়ি আটকে গাড়ির ছাদে উঠে পড়ে। অভিযুক্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছে।’ বিষয়টি টুইটারের সঙ্গে সরাসরি যুক্ত বলেও জানান তিনি। মাস্ক বলেন, টুইটারে এমন কিছু অ্যাকাউন্ট আছে যারা তার লাইভ লোকেশন ফলো করে। শুধু তাই নয়, তা টুইটারে পোস্টও করা হয়। সেখান থেকে তথ্য পেয়েই তার গাড়িটিকে ধাওয়া করা হয়েছিল বলে দাবি মাস্কের। 

এই কারণেই প্রতিটি ইউজারের ব্যক্তিগত সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট