• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

অন্য প্ল্যাটফর্মে মেসেজের সুবিধা দেবে হোয়াটসঅ্যাপ

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

হোয়াটসঅ্যাপে ক্রস–প্ল্যাটফর্ম বা থার্ডপার্টি মেসেজিং সুবিধা নিয়ে আসছে মেটা। হোয়াটসঅ্যাপের সবশেষ বেটা ভার্সনে ‘থার্ডপার্টি চ্যাট’ নামে এই ফিচার দেখা গেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল মার্কেট বিধি অনুয়ায়ী থার্ডপার্টি মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে গুগল, আমাজন, অ্যাপল, বাইটড্যান্স ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে যুক্ত হতে হবে।  এরই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিচ্ছে মেটা। হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচারের তথ্য প্রদানকারী ডব্লিউএ বেটাইনফো এক প্রতিবেদনে জানায়, অ্যান্ড্রয়েড বেটা অ্যাপের ২.২৩. ১৯.৮ ভার্সনে ‘থার্ডপার্টি চ্যাট’ নামে এই ফিচার দেখা যাবে। তবে এই সুবিধা এখনই ব্যবহার করা যাবে না। ২০২৪ সালের মার্চের মধ্যে ক্রস–প্ল্যাটফর্ম মেসেজিংয়ের সঙ্গে যুক্ত হবে মেটা। মেটা, অ্যাপল ও মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলোর অবাধ ডিজিটাল পরিষেবা নিশ্চিত করতে ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ) প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট