• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

বিতর্কের মুখে আইফোন ১২ আপডেট করার ঘোষণা অ্যাপলের

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই আইফোন ১২ আপডেট করবে অ্যাপল। তবে ফোন ঠিক করে দেয়া হবে না, দেয়া হবে সফটওয়্যার আপডেট। এতে কাজ হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত করেনি ফ্রান্স।

মাত্রার চেয়ে বেশি বিদ্যুৎ-চৌম্বকীয় বিকিরণের (ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন) অভিযোগ এনে অ্যাপলের আইফোন ১২ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ফ্রান্স। সম্প্রতি দেশটির ন্যাশনাল ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর এই ফোন বিক্রি বন্ধের নির্দেশ দেয়। ফোন ঠিক করতে দুই সপ্তাহ সময় দেয়া হয়। এ সিদ্ধান্তের পর ফ্রান্সে আইফোন বিক্রি কমে যায়। এবার তাই ব্যবহারকারীদের সফটওয়্যার আপডেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। তবে শুধু ফ্রান্সের ব্যবহারকারীদেরকেই এই আপডেট পাঠানো হবে। এতে বিশেষ টেস্টিং প্রটোকল থাকছে। এই আপডেটের পরও বিক্রি শুরুর অনুমতি দিচ্ছে না ফ্রান্সের ন্যাশনাল ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর। ফ্রান্সের ডিজিটালমন্ত্রী জন-নোয়েল ব্যারট জানিয়েছেন, আপডেট করা ফোন ল্যাবে পরীক্ষা করার পর মাত্রা কম পেলেই কেবল বিক্রির অনুমোদন দেয়া হবে।
 
ফ্রান্সে যে কারণে আইফোন ১২ বিক্রি বন্ধএদিকে ফ্রান্সে আইফোন ১২ সিরিজের ফোন বিক্রি বন্ধের নির্দেশ দেয়ার পর একই পথে হাঁটছে জার্মানি, বেলজিয়াম ও স্পেন। বেলজিয়ামের ডিজিটালাইজেশন সচিব ম্যাথু মিশেল জানান, দেশটির নিয়ন্ত্রক সংস্থা বেলজিয়ান ইন্সটিটিউট অব পোস্টাল সার্ভিসেস অ্যান্ড টেলিকমিউনিকেশন (বিআইপিটি) অ্যাপলের সব ডিভাইস নিরীক্ষা করে ক্ষতিকারক বিদ্যুৎ-চৌম্বকীয় বিকিরণ চিহ্নিত করার চেষ্টা করছে।
 
জার্মানির নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার  (১৪ সেপ্টেম্বর) রয়টার্সকে জানায়, তারা আইফোন ১২ এর বিদ্যুৎ-চৌম্বকীয় বিকিরণের মাত্রা পরীক্ষা করছেন। এ ছাড়া স্পেনের একটি ভোক্তা অধিকার সংস্থা, অর্গানাইজেশন অব কনজিউমারস অ্যান্ড ইউজারস (ওসিইউ) কর্তৃপক্ষকে ফ্রান্সের মতো উদ্যোগ দেয়ার অনুরোধ জানিয়েছে বলে জানিয়েছে ফর্বস।
জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট