রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৬:২৮, ১ অক্টোবর ২০২৩

গুগল শনাক্ত করবে ক্যান্সার কোষ

গুগল শনাক্ত করবে ক্যান্সার কোষ

চিকিৎসা বিজ্ঞান যে এখন উন্নতির শীর্ষে আছে তার পেছনে প্রযুক্তির অবদান অনস্বীকার্য। যেকোনো রোগের প্রতিষেধক টিকা থেকে শুরু করে মানুষের অঙ্গ স্থানান্তরের মতো কঠিন কাজটিও প্রযুক্তির সাহায্যে করা সম্ভব হচ্ছে। ক্যান্সার বা কর্কট রোগ যা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি।

যেহেতু ক্যান্সার প্রাথমিক অবস্থায় সহজে শনাক্ত করা যায় না তাই শনাক্ত হওয়ার পর শেষ পর্যায় গিয়ে ভালো কোনোও চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির শরীরে যেসব কোষ আক্রান্ত হয় সেগুলো খুব দ্রুত অন্যান্য সুস্থ কোষগুলোকেও নিজেদের দলভুক্ত করে ফেলে। ক্যান্সার চিকিৎসায় বিভিন্ন পদ্ধতিতে সেসব কোষ ধ্বংস করে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। এর একটি কার্যকরী পদ্ধতি হলো ক্রায়োসার্জারি। এই প্রক্রিয়ায় আক্রান্ত ব্যক্তির শরীরে নলের মাধ্যমে শীতলীকরণ তরল পদার্থ প্রবেশ করিয়ে আক্রান্ত কোষগুলোকে জমাট বাঁধিয়ে ধ্বংস করা। সেক্ষেত্রে আক্রান্ত কোষগুলোকে নির্ভুলভাবে শনাক্ত করা খুবই জরুরি। এই প্রক্রিয়াটিকে সহজ করতে এখন সহায়তা করবে গুগল। চিকিৎসকদের দ্রুত ও নির্ভুলভাবে ক্যান্সার সেল শনাক্তে সহায়তা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অণুবীক্ষণ যন্ত্র (মাইক্রোস্কোপ) তৈরি করছে গুগল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যৌথভাবে এ অণুবীক্ষণ যন্ত্র তৈরি করছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে অগমেন্টেড রিয়্যালটি মাইক্রোস্কোপ (এআরএম) নামের অণুবীক্ষণ যন্ত্রটির নমুনা তৈরির পাশাপাশি সেটির মেধাস্বত্বও করেছে গুগল।

তথ্যসূত্রে জানা যায়, অগমেন্টেড রিয়্যালটি মাইক্রোস্কোপটিতে তাৎক্ষণিকভাবে হিটম্যাপ এবং অবজেক্ট আউটলাইনের মতো ভিজ্যুয়াল ইন্ডিকেটর দেখা যাবে। ফলে রোগীর কাছ থেকে নেওয়া নমুনা দ্রুত পৃথক করার পাশাপাশি ক্যান্সার সেলের উপস্থিতি শনাক্ত করা সহজ হবে। গুগলের করা পেটেন্টে বলা হয়েছে, এই অগমেন্টেড রিয়্যালিটি মাইক্রোস্কোপ দিয়ে ব্লাড স্লাইডস বা টিস্যু পর্যবেক্ষণ করলে বাড়তি তথ্য, যেমন হিটম্যাপ, বর্ডার দেখা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এসব সুবিধার কারণে প্যাথলজিস্টরা আরও সহজে নমুনা আলাদা করে ক্যান্সার সেল বা প্যাথজেনসের উপস্থিতি শনাক্ত করতে পারবেন। আরও গুগল জানিয়েছে, তারা এমন একটি প্রযুক্তি তৈরিতে কাজ করছে, যা হাসপাতাল ও ক্লিনিকে ব্যবহৃত মাইক্রোস্কোপের জায়গায় নতুন কিছু সুবিধা যোগ করবে। এআইভিত্তিক এই অগমেন্টেড রিয়্যালিটি মাইক্রোস্কোপ নির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থা মূল্যায়নেও সাহায্য করবে। প্রযুক্তির দ্রুত উন্নতি অচিরেই চিকিৎসা ব্যবস্থাকে সমৃদ্ধ করে মরণব্যাধির থাবা থেকে মানুষকে রক্ষা করতে সক্ষম হবে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদিড্র হওয়া সিরিজে সেরা স্বর্ণামনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজকোপা আমেরিকা ২০২৪ : একনজরে দেখে নিন সূচিবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর