রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ১২:১৪, ২০ নভেম্বর ২০২৩

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করলেন সুন্দর পিচাই

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করলেন সুন্দর পিচাই
সংগৃহীত

গুগল প্রধান সুন্দর পিচাই সম্প্রতি অ্যানড্রয়েড ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারে সতর্ক করেছেন। অ্যানড্রয়েড আগে থেকেই সাইডলোডিংয়ের মাধ্যমে অ্যাপ ইনস্টলের সুযোগ দিয়ে আসছে। সাইডলোডিং মানে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ ইনস্টল করা। খবর গিজমোচায়না।

এপিক গেমসের সঙ্গে আইনি মামলায় সাক্ষ্য দেওয়ার সময় সুন্দর পিচাই জানান, এভাবে অ্যাপ ব্যবহারকারীরা ভাইরাসের আক্রান্ত হতে পারে, পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হবে। এপিক গেমসের দাবি, অ্যাপ ডেভেলপারদের প্লে স্টোরে অ্যাপ তালিকাভুক্ত করার জন্য অতিরিক্ত চার্জ নেয় গুগল।

পিচাই অ্যানড্রয়েডের উন্মুক্ততা এবং ডিভাইসের পছন্দের বিষয়টি তুলে ধরেন। তবে তিনি সাধারণ অ্যানড্রয়েড ব্যবহারে সাইডলোডিংয়ের ঝুঁকিগুলো তুলে ধরেন। গুগল সম্প্রতি সুরক্ষার জন্য সাইডলোডেড অ্যানড্রয়েড অ্যাপ স্ক্যান করা শুরু করেছে।

অনেক প্রযুক্তি বিশ্লেষকের মতে, অ্যাপ ডাউনলোডের বিষয়ে গুগল আরো নিয়ন্ত্রণ চায়। যদিও প্লে স্টোরে থাকা অ্যাপগুলো সবচেয়ে নিরাপদ বলে দাবি জানিয়েছে কোম্পানিটি।

প্রযুক্তি জায়ান্ট অ্যাপলও দীর্ঘদিন ধরে অ্যাপ সাইডলোডিংয়ের বিরোধিতা করে আসছে। তাই আইফোনে কেবল তাদের নিজস্ব অ্যাপ স্টোর ছাড়া বাইরে থেকে অ্যাপ ইনস্টল করা যায় না। পিচাই এর মন্তব্য অ্যাপলের এ বিষয়ে অবস্থানের সঙ্গে মিলে যায়।

গুগল ও অ্যাপলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো জানে সাইডলোডিংয়ের মাধ্যমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর নির্ধারিত ৩০ ফি এড়ানো যায়। এ কারণেই এপিক গেমসের মতো গেম কোম্পানিগুলো প্লে স্টোর বা অ্যাপ স্টোর পরিবর্তে সরাসরি অ্যাপ তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে সরবরাহ করে থাকে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি