শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৮:১৭, ৩০ ডিসেম্বর ২০২১

সেমিতে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সেমিতে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ দল। টস জিতে ভারতীয় যুবাদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান।শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া ম্যাচে এরই মধ্যে পাঁচ ওভার ব্যাটিং করেছে ভারত।

যেখানে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৯ রান।সেমিফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে নেপাল ও কুয়েতকে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাতিল হয় বাংলাদেশের। তবে নেট রানরেটের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমির টিকিট পেয়েছে তারা।

বাংলাদেশ একাদশ: রাকিবুল হাসান (অধিনায়ক), মোহাম্মদ ফাহিম (উইকেটরক্ষক), এস এম মেহরব হাসান, আইচ মোল্লা, মাহফিজুল ইসলাম, আশিকুর জামান, প্রান্তিক নওরোজ নাবিল, গাজী তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।

ভারত একাদশ: হারনুর পান্নু, আঙক্রিশ রাঘুবংশি, শাইক রশিদ, ইয়াশ ঢুল (অধিনায়ক), নিশান্ত সিন্ধু, রাজানগার বাওয়া, কৌশল তাম্বে, রাজাবর্ধন হাঙ্গারেকার, ভিকি ওস্তাওয়াল ও রবি কুমার।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়