শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:৩৭, ৪ জুন ২০২২

আর্জেন্টিনার ভালো করার রহস্য জানালেন এমিলিয়ানো মার্টিনেজ

আর্জেন্টিনার ভালো করার রহস্য জানালেন এমিলিয়ানো মার্টিনেজ

জাতীয় দলের জার্সিতে প্রথম ১৬ বছর কিছুই জিততে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে এবার এক বছরের মধ্যে দ্বিতীয় শিরোপা জিতেছেন। তার সামনে এখন ট্রেবলের সুযোগ। আর্জেন্টিনার ভালো করার রহস্য খোলাসা করেছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমি জানিয়েছেন, বর্তমানে আর্জেন্টিনার ফুটবলাররা দলটির সেরা তারকা মেসির জন্য সিংহের মতো লড়াই করছেন।

ব্রাজিলের বিপক্ষে গত বছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এবার ইতালিকে হারিয়ে জিতলো ফাইনালিসিমা। ওয়েম্বলি স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে দলটি। ওই ম্যাচের পর আকাশি-নীল জার্সিধারীদের গোলবারের আস্থা হয়ে ওঠা মার্টিনেজ বলেছেন, এখন তারা বিশ্বকাপের দাবিদার। 

তিনি বলেন, ‘এক বছর আগে আমরা কিছুই ছিলাম না। কারণ আমরা কোন শিরোপা জিততে পারিনি। তবে এখন আমরা বিশ্বকাপের অন্যতম ফেবারিট। কারণ আমরা শিরোপা জিততে শুরু করেছি। এর আগেও আমরা বিশ্বকাপের দাবিদার ছিলাম, কারণ আমাদের দলে বিশ্বসেরা ফুটবলার মেসি ছিলেন। আমরা সকলেই সিংহ, যারা তার জন্য লড়াই করি।’ 

আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে, ল্যাতিন অঞ্চল থেকে সহজে বিশ্বকাপে পা রেখেছে। কিন্তু ইউরোপের দলের বিপক্ষে না খেলায় তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত নয় বলে দাবি করা হয়েছিল। ওই প্রশ্নের উত্তরে এমি বলেন, ‘তারা ঠিক বলছে না। আমরা শীর্ষ পর্যায়ের জন্য প্রস্তুত। ইতালি ইউরো চ্যাম্পিয়ন এবং তারা ভালো দল।’

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ