শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২২

আফ্রিদির অভিযোগ ‘অযৌক্তিক বিতর্ক’ বললেন রমিজ

আফ্রিদির অভিযোগ ‘অযৌক্তিক বিতর্ক’ বললেন রমিজ

গত জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান শাহীন আফ্রিদি। তারপর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন পুনর্বাসনে। বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে তিনি লন্ডনে পুনর্বাসন করছেন। 

কিন্তু শাহীনের পুনর্বাসন নিয়ে পাকিস্তানের সামা টিভিকে  শাহীন আফ্রিদির শ্বশুর শহীদ আফ্রিদি বলেন, নিজ খরচে ইংল্যান্ডে গেছেন এই পেসার। এমনকি থাকা-খাওয়া থেকে শুরু করে সবকিছু নিজের পকেট থেকে দিতে হচ্ছে শাহীন আফ্রিদিকে। পিসিবি কিছুই করছেন না বলে অভিযোগ শহীদ আফ্রিদির।

তবে তার এই অভিযোগের বিপক্ষে কথা বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান রমিজ রাজা। তিনি বলেন, সাবেক এই অলরাউন্ডার ‘অযৌক্তিক বিতর্ক’তুলেছেন। 

আফ্রিদির অভিযোগের ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেট ভক্তের প্রশ্নে বোর্ডের চেয়ারম্যান রমিজ বললেন, ‘কেউ কীভাবে ভাবতে পারে যে শাহীন শাহ আফ্রিদির অভিভাবক সংস্থা (পিসিবি) তার চিকিৎসা নিজেকেই করতে দেবে? এটা অসম্ভব। এটা তো কোনোভাবেই বোধগম্য নয় যে পিসিবি তাকে নিজের চিকিৎসা নিজেকেই করতে বলবে। দুর্ভাগ্যজনক যে এমন অযৌক্তিক বিতর্ক তোলা হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে সেমিফাইনালের আগে মোহাম্মদ রিজওয়ানের স্বাস্থ্যসেবায় পিসিবির ব্যবস্থাপনার কথা মনে করিয়ে দিলেন রমিজ, ‘আমাদের চিকিৎসক প্যানেল সারা রাত ধরে তার খোঁজ খবর রেখেছিল, তাকে সুস্থ হতে সাহায্য করেছে এবং তার জন্য খেলা সম্ভব হয়েছে।’

অন্য কোনও ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের জন্য এত কিছু করে না দাবি করে রাজা বলেন, ‘পিসিবির জন্য খেলোয়াড়রাই সবচেয়ে বড় স্টেকহোল্ডার। ঘরোয়া ও আন্তর্জাতিক যে কোনও খেলোয়াড়ের জন্য পিসিবি যা করে তা অন্য কোনও বোর্ড করে না।’

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়