শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:১৪, ৫ মার্চ ২০২৩

প্রিমিয়ার লিগে দ্রুততম গোলের রেকর্ড!

প্রিমিয়ার লিগে দ্রুততম গোলের রেকর্ড!

রেফারির বাঁশি বাজার পর কিছু বুঝে ওঠার আগেই গোল। চোখের পলকে আর্সেনালের জালে বল জড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম গোল স্কোরারদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন বোর্নমাউথের ড্যানিশ মিডফিল্ডার ফিলিপ বিলিং। বিলিংয়ের অনন্য এই কীর্তি গড়ার দিনে অবশ্য দুই গোলে এগিয়ে থেকেও হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বোর্নমাউথকে।

আর্সেনালের বিপক্ষে গতরাতের এই ম্যাচে ৯.১১ সেকেন্ডে গোল করেন ফিলিপ বিলিং। যা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড। এর আগে ২০১৯ সালে সাউদাম্পটনের শেন লং ওয়াটফোর্ডের বিপক্ষে ৭.৬৯ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের কীর্তি গড়েছিলেন।

তবে রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি হেসেছে আর্সেনাল। দুই গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনে ৩-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে দ্য গানার্সরা। এই জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। টেবিলের দুইয়ে থাকা ম্যান সিটির পয়েন্ট ৫৮।

প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম সময়ে করা পাঁচ গোল:

১. সাউদাম্পটনের হয়ে ২০১৯ সালে ওয়াটফোর্ডের বিপক্ষে ৭.৬৯ সেকেন্ডে গোল করেন শেন লং।

২. এএফসি বোর্নমাউথের হয়ে ২০২৩ সালে আর্সেনালের বিপক্ষে ৯.১১ সেকেন্ডে গোল করেন ফিলিপ বিলিং।

৩. টটেনহ্যামের হয়ে ২০২০ সালে ব্র্যাডফোর্ড সিটির বিপক্ষে ৯.৮২ সেকেন্ডে গোল করেন লেডলি কিং।

৪. নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ২০০৩ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১০.৫২ সেকেন্ডে গোল করেন অ্যালান শিয়েরার।

৫. টটেনহ্যামের হয়ে ২০১৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১০.৫৪ সেকেন্ডে গোল করেন ক্রিশ্চিয়ান এরিকসেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়