• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

নেট দুনিয়ায় উত্তাপ ছড়ালেন নারী আইপিএলের তারকারা

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ৮ মার্চ ২০২৩  

পুরুষ আইপিএলের দীর্ঘ ১৫ আসর পর পূর্ণাঙ্গ নারী আইপিএল আয়োজম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে মাঠে গড়িয়েছে আসরটি। যেখানে ক্রিকেট বিশ্বের তারকা নারী ক্রিকেটাররা অংশগ্রহণ করেছেন। উমেন্স আইপিএলের আসরের মাঝে ভারতে হোলি উদযাপনে মেতেছে সব ফ্রাঞ্চাইজির তারকারা। 

হোলি উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন অস্ট্রেলিয়ার তারকা এলিস পেরি। বিশ্ব ক্রিকেটের দুই তারকা সোফি ডিভাইন (নিউজিল্যান্ডের অধিনায়ক) এবং মেগান স্কাটের (অস্ট্রেলিয়ার তারকা পেসার) সঙ্গে ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘ভারতের সকলকে হোলির শুভেচ্ছা।’

দুই অজি তারকার মাঝে কিউই অলরাউন্ডার সোফি ডিভাইন 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শিবিরে আরও জমিয়ে হোলি খেলেন নাইট। সঙ্গে টুইটারে ইংল্যান্ডের অধিনায়ক নাইট লেখেন, ‘হ্যাপি হোলি (শুভ দোল)।’

দুই ভারতীয় তারকার সঙ্গে ইংলিশ অধিনায়ক 

আইপিএলের পাঁচ দলের অধিকাংশ দলের ক্রিকেটারদের একত্রে হোলি উদযাপন 

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট