রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৫:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের ম্যাচে আবহাওয়া কেমন থাকবে

বাংলাদেশের ম্যাচে আবহাওয়া কেমন থাকবে

বিশ্বকাপের বাকি আর ১৫ দিন। ক্রিকেট বিশ্বের অনেক দেশই বিশ্বকাপের দল ঘোষণা করলেও এখন পর্যন্ত সেই পথে হাঁটেনি বিসিবি। দল ঘোষণা করার আগে শেষবার ক্রিকেটারদের যাচাই করার সুযোগ পাচ্ছে ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে সেই প্রস্তুতিই সেরে নিতে চায় বাংলাদেশ।  

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আজ দুপুর দুইটায়। তবে মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়ামের এই ম্যাচে আছে বৃষ্টির শঙ্কা। সকাল থেকে ঢাকার আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও বিকেল নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালও বৃষ্টির কারণে ঠিকঠাক অনুশীলন করতে পারেনি টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচেও আছে সেই শঙ্কা। তবে ম্যাচ পণ্ড হবে এমন ভারি বর্ষণের শঙ্কা নেই।  

আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৩ কিলোমিটার। আর সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের ম্যাচ শুরু হবে ২ টায়। তবে বিকেল চারটা পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে অন্তত ২০ ওভার করে ম্যাচ করার চিন্তা করবে আয়োজকরা। আইসিসির নিয়ম অনুযায়ী, একটি ওয়ানডে ম্যাচে প্রতি ইনিংসে কমপক্ষে ২০ ওভার খেলা হওয়া বাধ্যতামূলক। আর তার কম খেলা হলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হবে। যদিও তেমন ভারি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। 

বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডের পর আগামী ২৩ এবং ২৬ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ। সব ম্যাচই হবে দিবা-রাত্রির সূচিতে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদিড্র হওয়া সিরিজে সেরা স্বর্ণামনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজকোপা আমেরিকা ২০২৪ : একনজরে দেখে নিন সূচিবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর