রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ১২:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩

তামিমকে ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ

তামিমকে ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকছেন না তামিম ইকবাল। মূলত পিঠের ইনজুরি থেকে পুরোপুরি ফিট হননি তিনি। সেজন্য দেশসেরা এ ব্যাটারকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তামিমের পিঠের ইনজুরি পুরোনো। চিকিৎসার পর পুরোপুরি ফিট হতে এশিয়া কাপ মিস করেছেন তিনি। অবশ্য বিশ্বকাপের আগমুহূর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন তিন। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রানের ইনিংস খেলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান যে, ‘কোমরের অস্বস্তি কাটেনি তার।’

বিষয়টি তিনি ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টকেও জানান। বিশ্বকাপ দলে নিলেও পুরোটা খেলতে পারবেন কিনা শঙ্কার কথা জানান। এরপর কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপ দলে ‘আনফিট’ ক্রিকেটার নেয়ার বিষয়ে আপত্তি তোলেন।

তামিম বিশ্বকাপ দলে থাকবেন কিনা ওই সিদ্ধান্ত চূড়ান্ত করতে সোমবার মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় বৈঠক করেন কোচ ও অধিনায়ক। 

মঙ্গলবার তৃতীয়  ওয়ানডে চলাকালীন বিসিবি সভাপতি পাপন বৈঠকে ডাকেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। নানান পক্ষের সঙ্গে বৈঠক করে বিসিবি থেকে শেষ পর্যন্ত তামিম ইকবালকে বিশ্বকাপ দলে না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে। অল্প কিছুক্ষণের মধ্যে দল ঘোষণা হবে বলে বিসিবি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদিড্র হওয়া সিরিজে সেরা স্বর্ণামনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজকোপা আমেরিকা ২০২৪ : একনজরে দেখে নিন সূচিবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর