ম্যানসিটি ও ইউনাইটেডের হার, জিতেছে আর্সেনাল

৫৮ মিনিটে এই গোল শোধ করে ম্যানসিটি। ফ্রিকিক থেকে দারুন গোলে চ্যাম্পিয়নদের স্বস্তি ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অবশ্য বেশিক্ষণ ম্যাচে থাকতে পারেনি সিটিজেনরা। আট মিনিট পরেই আবারো লিড নেয় ওলভস।গোল করেন হোয়াও হিং চান। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে দারুণ জয় পায় ওলভস।
এদিকে বোর্নমাউথের মাঠে ১৭ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। গোল করেন বুকায়ো সাকা। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মার্টিন ওডেগার্ড। ৫৩ মিনিটে কাই হাভার্টজ এবং যোগ করা তিন মিনিটে বেঞ্জামিন হোয়াইট গোল করলে বড় জয় নিশ্চিত হয় গানারদের। সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ১৭ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। আর ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।
জাগ্রত জয়পুরহাট