সন্ধ্যা ৬টায় কী বলবেন মাশরাফি বিন মুর্তজা

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমে বিশ্বকাপ দলে না থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবাল ১২ মিনিটের এক ভিডিও বার্তায় বাংলাদেশের ক্রিকেটে বোমা ফাটিয়েছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে না হলেও ভিডিও সাক্ষাৎকারেই এর পাল্টা দিয়েছেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।
তাঁর দুই দফা সাক্ষাৎকারের মাঝেই শান্তির বার্তা ছড়ানোর চেষ্টা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাঝে আরও দুই সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও খালেদ মাসুদ পাইলটও ফেসবুক লাইভে এসেছিলেন। তবে সেটি অতটা সাড়া জাগাতে পারেনি। এর মাঝেই আজ দুপুর ১২টার একটু আগে ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন মাশরাফি মাত্র ১৫ সেকেন্ডের এক বার্তা। সে বার্তায় তিনি বলেছেন, ‘আমি নিঃসন্দেহে আশা করছি এই দল অনেক ভালো করবে। কিন্তু যদি না করে, আমি দলের সঙ্গেই থাকব। আপনারা হয়তোবা তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রল করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। টাইগার্স এগিয়ে যাও। বিশ্বকে দেখাও তোমরা কত ভালো।’তবে বার্তা এখানেই শেষ নয় সাবেক অধিনায়কের। বলেছেন সন্ধ্যা ৬টায় আরও অনেক কিছু বলবেন। এখন অপেক্ষা মাশরাফি কী বলেন, সেটা জানার।
জাগ্রত জয়পুরহাট