জাতীয় লিগে চ্যাম্পিয়ন চট্টগ্রাম

প্রথম ইনিংসের দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা দ্বিতীয়ভাগেও ধরে রাখলেন হাসান মুরাদ। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া এই বাঁহাতি স্পিনারের বিষাক্ত ছোবলে এলোমেলো হলো রাজশাহী বিভাগের ব্যাটিং লাইন আপ। ছোট লক্ষ্য তাড়ায় সহজেই জয় তুলে নিয়ে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের শিরোপা ঘরে তুলল চট্টগ্রাম বিভাগ।
জাতীয় লিগে আজ রাজশাহীকে ১০ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে রাজশাহীকে ১৮৯ রানে গুঁড়িয়ে চট্টগ্রাম করে ২৯০ রান। দ্বিতীয় ইনিংসে আরও বাজে অবস্থা হয় রাজশাহীর। ১২৪ রানেই গুটিয়ে যায় তারা। ২৪ রানের লক্ষ্যে অনায়াস জয় তুলে নেয় চট্টগ্রাম।
এবারের জাতীয় লিগে দ্বিতীয় স্তরে ৬ ম্যাচের পাঁচটি জিতেছে চট্টগ্রাম। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন হওয়া দলটি আগামী আসরে খেলবে প্রথম স্তরে। চট্টগ্রামের এই জয়ের নায়ক হাসান মুরাদ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ধরেন ৫ শিকার। প্রথম শ্রেণির ক্রিকেটে এনিয়ে দ্বাদশবার ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে!
ম্যাচের দ্বিতীয় দিন রবিবারই চট্টগ্রামকে জয়ের ভিত গড়ে দেন মুরাদ। ৬ উইকেটে ৯৯ রান নিয়ে গতকাল খেলা শেষ করে রাজশাহী, সেখানে মুরাদের শিকারই ছিল তিনটি। আজ আরও দুটি নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন সাব্বির হোসেন, সেটাও ম্যাচের প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে দলটির কেউ ফিফটি করতে পারেননি। রাজশাহীর বোলারদের মধ্যে ৬ উইকেট নেন সানজামুল ইসলাম। প্রথম শ্রেণির ক্যারিয়ারে যা তার ১৮তম পাঁচ উইকেট।
চট্টগ্রামের হয়ে প্রথম ইনিংসে ৯৯ রান করেন ইরফান শুক্কুর। ৮৭ রানের ইনিংস খেলেন শাহাদাত হোসেন হোসেন দিপু। এতেই বড় সংগ্রহ পেয়ে যায় তারা।
সূত্র: ডেইলি-বাংলাদেশ