শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:২৯, ২১ এপ্রিল ২০২১

অডিওভিত্তিক সোশ্যাল মিডিয়ায় নজর ফেসবুকের!

অডিওভিত্তিক সোশ্যাল মিডিয়ায় নজর ফেসবুকের!

অডিওভিত্তিক সোশ্যাল মিডিয়া যে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে, তার অন্যতম উদ‌াহরণ ক্লাবহাউজ। এক বছর না যেতেই ২.৩ মিলিয়ন বার অ্যাপটি ডাউনলোড হয়েছে। এবার সেইখাতে নিজেদের ছাপ রাখতে চাই‌ছে ফেসবুক।

‘সোশাল অডিও’ হিসেবে পরিচিত এ শ্রেণিতে নতুন পণ্য নিয়ে পয়লা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ব্লগ ভক্স।

এখনই এ ধরণের প্ল্যাটফর্ম আনছে না ফেসবুক। প্রথমে ফেসবুকের পরিকল্পনা হলো পণ্যটি সম্পর্কে জানানো এবং এর অল্প সময়ের মধ্যেই এক-দুটি সেবা চালু করা।

ভক্স বলেছে, ফেসবুক সম্ভবত এর রুমস সেবার অডিও সংস্করণ আনবে। সেই রুমস'ও এসেছিল ভিডিও কনফারেন্সিং সেবা জুম-এর অনুসরণে।

ফেসবুকের নতুন উদ্যোগটি কেমন, তা খুব সহজেই বোঝা যাচ্ছে। কারণ এরই মধ্যে বলা হচ্ছে, 'ক্লাবহাউজের মতো পণ্য' এই কথাটি। ধারণ করা হচ্ছে, একদল অংশগ্রহণকারী একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে কেবল অডিও আলাপচারিতা করবেন একজন হোস্ট এবং অন্য অংশগ্রহনকারীদের সঙ্গে।

আরেকটি সেবা হতে পারে গ্রাহকদের তৈরি ছোট ছোট অডিও ক্লিপ যা ফেসবুক নিউজফিডেই চলে আসবে। আর এই অডিও ক্লিপ বা স্নিপেট ওয়ালের ছবি, ভিডিও বা টেক্সটের পাশাপাশিই থাকতে পারে। আর সেটা যদি ঘটে তবে তা হবে এক বিশাল পরিবর্তনসূচক ঘটনা। 

ফেসবুকের এই সোশাল অডিওতে আসার ঘটনা একেবারেই অনুমেয়। প্রতিষ্ঠা‌নটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ