বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১১:২৫, ১১ মে ২০২১

কালাইয়ে গুড নেইবারস বাংলাদেশ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

কালাইয়ে গুড নেইবারস বাংলাদেশ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষেরা কর্মহীন হয়ে পড়া ও খাদ্য সংকটে থাকায় জয়পুরহাটের কালাই উপজেলার ৪শ জন অসহায় এবং অসচ্ছল শিশু ও পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে দাতা সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

উপজেলার গুড নেইবারস বাংলাদেশ’এর চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র উদ্যোগে ৪শ জন অসহায় এবং অসচ্ছল শিশু ও পরিবারের মাঝে পুষ্টিকর ও উন্নত জাতের ১০কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তৈল, ১কেজি লবণ, ২প্যাকেট সেমায়, ৫শ গ্রাম চিনি এবং ২টি গোসল করা সাবান, ৫শ গ্রাম ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়। ঐসব ত্রাণসামগ্রী হাতে পেয়ে খুব খুশি অসহায় এবং অসচ্ছল শিশু ও পরিবারা।

উক্ত বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া,

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার গুড নেইবারস বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার শারমিন নাসরিন, উপজেলার সিডিপি’র এডমিন অফিসার আসমান আলী ও কো-অপারেটির অফিসার চন্দন কর্মকার প্রমুখ।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়