বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১১:৪০, ১২ মে ২০২১

জয়পুরহাটে পিকআপে ফেনসিডিল পাচার, কারবারি আটক

জয়পুরহাটে পিকআপে ফেনসিডিল পাচার, কারবারি আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকা থেকে ৪৯৭ বোতল ফেনসিডিলসহ জিৎ রাজভর (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত জিৎ রাজভর বগুড়ার গাবতলী উপজেলার সুকানপুকুর বন্দর এলাকার গনেজ রাজভরের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ রানা জানান, পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদে র‌্যাব সদস্যরা সেখানে অবস্থান নেয়। এসময় সীমান্ত এলাকা থেকে আসা একটি পিকআপ আটক করে তল্লাশী চালানো হয়। তখন দুটি বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৯৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ জিৎ রাজভরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত জিৎ রাজভর অনেক দিন থেকে মাদকদ্রব্য সীমান্ত এলাকা থেকে পাচার করে দেশের বিভিন্ন মাদক কারবারিদের কাছে সরবরাহ করত। এ ঘটনায় তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়