বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৫:১৭, ৩ মার্চ ২০২১

জয়পুরহাটের নানা আয়োজনে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

জয়পুরহাটের নানা আয়োজনে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

‘বাঘ গোত্রীয় প্রাণীরা বিপদাপন্ন এদের রক্ষায় এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে নানা আয়োজনে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে।

বাংলাদেশ জীববৈচিত্র্য ফেডারেশনের সহায়তায় ক্ষেতলাল উপজেলা প্রশাসন ও কানাইপুকুর পাখি কলোনির যৌথ উদ্দ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সকাল ১০টায় ক্ষেতলাল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

তিনি তার বক্তব্যে বলেন, বন ও বন্যপ্রাণী আমাদের প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। অসংখ্য বন্যপ্রাণী আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে। তাই আসুন বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষেণে এক হয়ে কাজ করার শপথ নেই। কারণ বন্যপ্রাণী যদি না বাঁচে আমরাও বাঁচবো না। আর বন্যপ্রাণী বাঁচলে বাঁচবো আমরাও।’

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ