শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ২২:৩৩, ১৭ নভেম্বর ২০১৮

আপডেট: ২৩:১০, ১৬ নভেম্বর ২০২৩

দাঁড়কাক

দাঁড়কাক

 

ল্যাম্পপোস্টের নিচে কয়েকটি ক্ষুধার্ত দাঁড়কাক
নিয়ন আলোয় আবছা আলোকিত
কোলাহলময় ব্যস্ত শহরটা এখন অনেকটাই শান্ত,
ট্রাফিক আছে, কিন্তু সংকেতটা নেই।
মাঝে মাঝে দু' একটি ট্রাক শনশনিয়ে যাচ্ছে
মোড়ের চা স্টলগুলো যেন ঝিমুচ্ছে।।
বকপক্ষীরা এখন কংক্রিটের পাহাড়ের ফাঁকে ফাঁকে
নতুন কোনো চিত্রনাট্য রচনায় ব্যস্ত,
এখানে বাস্তবতা অনেক দূরের পথ।
ক্ষুধার্ত দাঁড়কাকগুলো
ছুটোছুটিতে মাতোয়ারা,
বেঁচে থাকা এদের প্রবল ইচ্ছে,
অশ্লীল কাব্যগুলো এদের জীবিকা।
পূর্বদিকে আবছা আলো
দাঁড়কাকগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে,
হয়তো রাত শেষ হওয়ার পথে-
বাতাসে যেন পবিত্রতার সুর
নিভৃত রজনী আবারো ব্যস্ততায় হবে ভাঙচুর।

 

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ