বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:১৯, ২ মে ২০২১

দিনের শুরুতেই ব্রেকথ্রু এনে দিলেন তাইজুল

দিনের শুরুতেই ব্রেকথ্রু এনে দিলেন তাইজুল

দ্রুত রান তুলে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য দাঁড় করানোর পরিকল্পনা নিয়ে আজ খেলতে নেমেছে শ্রীলঙ্কা। তাদের এ পরিকল্পনা ঠেকানোর লক্ষ্য বাংলাদেশের। সেই মিশনে প্রাথমিক সফলতা এনে দিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

আজ (রোববার) ম্যাচের চতুর্থ দিনের সপ্তম ওভারেই প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সাজঘরে ফেরানো হয়েছে শ্রীলঙ্কার অভিজ্ঞতম ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজকে। তবে এখনও উইকেটে রয়ে গেছেন সিরিজে দুই সেঞ্চুরি করা অধিনায়ক দিমুথ করুনারাত্নে।

আগেরদিন ৭ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১৭ রান করেছিল শ্রীলঙ্কা। আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দেন দুই অপরাজিত ব্যাটসম্যান করুনারাত্নে ও ম্যাথুজ। তাইজুল ও মেহেদি মিরাজের ভিন্ন ভিন্ন ওভারে ছক্কা হাঁকান দুজনই।

তবে ম্যাথুজকে বেশিক্ষণ হাত খুলে দেননি তাইজুল। ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে ম্যাথুজকে শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান তাইজুল। আউট হওয়ার আগে ৩৫ বলে ১২ রান করেন ম্যাথুজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান। প্রথম ইনিংসের ২৪২ রানসহ তাদের লিড এখন ২৮৯ রানে। অধিনায়ক করুনারাত্নে খেলছেন ৩০ রান নিয়ে। তাকে সঙ্গ দিতে এসেছেন ধনঞ্জয় ডি সিলভা।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ