বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:৪৫, ২৯ এপ্রিল ২০২১

প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ার্নারের রেকর্ড

প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ার্নারের রেকর্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিতই রান করে যান সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফিফটির দেখাও প্রায়শই পান তিনি। সেই ধারাবাহিকতায় আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে অন্যরকম রেকর্ড করেছেন এই ওপেনার। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ফিফটির ‘ফিফটি’ করেছেন তিনি। 

একই ম্যাচে চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-২০তে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ডেভিড ওয়ার্নার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড এবং পাকিস্তানের শোয়েব মালিক এই কীর্তি স্পর্শ করেছেন। 

গতকাল ৪০ রান করলেই ওয়ার্নারের দশ হাজার রান পূরণ হওয়ার কথা ছিল। তবে অজি ব্যাটসম্যান ৫৫ বলে করেন ৫৭ রান। এদিন নিজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি বল খেলে অর্ধশত রান করেন হায়দরাবাদের অধিনায়ক। এর আগে কখনো ফিফটি করতে এত বল খেলেননি তিনি।

টি-২০ ক্রিকেটে এখন চতুর্থ সর্বোচ্চ ১০ হাজার ১৬ রানের মালিক ডেভিড ওয়ার্নার। ১৩ হাজার ৮৩৯ রান করে এ তালিকায় সবার উপরে উইন্ডিজ তারকা ক্রিস গেইল। দ্বিতীয় সর্বোচ্চ ১০ হাজার ৬৯৪ রান করেছেন কাইরন পোলার্ড। তৃতীয় স্থানে থাকা শোয়েব মালিকের সংগ্রহ ১০ হাজার ৪৮৮ রান।

এসবের পাশাপাশি বুধবার চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০০+ ছক্কা হাঁকানোর রেকর্ড স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়