মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০০:২৮, ১৮ জুলাই ২০২৪

বাংলা ব্লকেড বা শাটডাউন: গুজব থেকে দূরে থাকুন

বাংলা ব্লকেড বা শাটডাউন: গুজব থেকে দূরে থাকুন
সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনকারীদের পক্ষ থেকে  এখনো পর্যন্ত কোনো বাংলা ব্লকেড বা শাটডাউন সম্পর্কিত কোন কর্মসূচি ঘোষণা করা হয় নাই। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলনে বাধা দেয়নি পুলিশ তবে এবার প্রয়োজনে কঠোর হওয়ার বার্তা এসেছে।

বুধবার কোটা নিয়ে আদালত নির্দেশনা দিয়েছেন। এতে আপাতত চার সপ্তাহের জন্য স্থিতাবস্থার আদেশ দেওয়া হয়। এ প্রেক্ষিতে কোটা নিয়ে আর আন্দোলন করার কোনো অবকাশ নেই।

সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা শিক্ষার্থীদের পক্ষে রয়েছে। কাজেই আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তবে আন্দোলনে আসা উচিত নয়। আন্দোলন না করার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রইলো। এরপরেও যদি নির্দেশনা না মেনে আন্দোলন করে তাহলে পুলিশের পক্ষ থেকে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আগামীকাল কোটাবিরোধী আন্দোলনকারীদের পক্ষ থেকে বাংলা ব্লকেড বা শাটডাউন সম্পর্কিত যে কর্মসূচির  কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ  গুজব । এ ধরনের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না, সবাই সচেতন থাকুন। 

সূত্র: ময়মনসিংহের আলো

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ