বিদায়ী বছরে আলোচনায় ঢালিউডের এই পাঁচ সিনেমা
শেষ হতে চলেছে ২০২৫ সাল; শুরু হয়েছে সারাবছরের পর্যালোচনা, যার বাইরে নেই ঢালিউডও। তবে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবারের সিনেমার বাজার ছিল বেশ রমরমাই। বিগত বছরের আলোচিত সিনেমাগুলোর ব্যবসায়িক হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, শীর্ষ জনপ্রিয় সিনেমাগুলো দেশের বাজার থেকে সর্বমোট আনুমানিক ৬০ কোটির কাছাকাছি আয় করেছে। যদিও চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি, দেশে বক্স অফিস থাকলে হিসাবের অঙ্কটা আরও বেশি হতে পারে। তবে শুধু আয়ের নিরিখে নয়, ছবির গল্প, দৃশ্যায়ন, চরিত্রগুলো এবার দর্শকদের অনেকটাই হলমুখী করেছে।