কীভাবে বুঝবেন শিশুর কৃমি হয়েছে, সমাধান কী?
কৃমি অতি প্রচলিত একটি স্বাস্থ্য সমস্যা। আমাদের দেশে শিশুরা এ সমস্যায় বেশি ভোগে। দূষিত ও অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য, মলমূত্র এবং মাটি থেকে মূলত কৃমি ছড়ায়। এ দেশে বিভিন্ন ধরনের কৃমির মধ্যে গুঁড়া কৃমি, গোলকৃমি ও ফিতা কৃমির প্রাদুর্ভাব বেশি। শিশুদের ক্ষেত্রে কৃমির ঝুঁকি বেশি থাকলেও যেকোনো বয়সের মানুষের এ সমস্যা হতে পারে।