প্রথম বাণিজ্যিকভাবে ত্বীন চাষে সফলতা
আটি ও বিচিহীন, বিচিত্র কালারের দৃষ্টি নন্দন ফল। দেখতে অতি আকর্ষণীয়, কোমল ও সরস, সু-মিষ্ট রসালো স্বাদ যুক্ত। ফলটি আবরণ (ছোগলা) সহকারেই খাওয়া যায়। পুষ্টিগুণে সৃমদ্ধ এই ফলটি হচ্ছে ত্বীন। পবিত্র কোরআন মাজিদের ত্বীন সুরায় বর্ণিত মিষ্টি, রসে ভরপুর ও সুস্বাদু এই ফল বাংলাদেশের মাটি ও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে।