বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ || ২৮ কার্তিক ১৪৩২

খেলা বিভাগের সব খবর

কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট বাংলাদেশ

কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট বাংলাদেশ

অনেক বছর ধরেই মিরপুরের উইকেটে রানখরা। তার জন্য এতদিন সবার আঙুল ছিল এখানকার সাবেক কিউরেটর গামিনি ডি সিলভার দিকে। ফলে গামিনিকে সরিয়ে মিপুরের উইকেটের দায়িত্ব দেওয়া হয় টনি হেমিংকে। এই ইংলিশ কিউরেটরও বদলাতে পারলেন না উইকেটের চরিত্র! তার বানানো উইকেটে মিরপুরে প্রথমবার খেলতে নেমে রীতিমতো সংগ্রাম করেছেন বাংলাদেশের ব্যাটাররা। বিপরীতে বড় টার্ন পেয়েছেন স্পিনাররা, যা সামলাতে গিয়ে হিমশিম খেয়েছেন মিরাজ-সোহানরা। তবে ক্যারিবিয়ান স্পিন সামলে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। তার ফিফটিতে কোনোরকমে দুইশ ছুঁয়েছে বাংলাদেশ।

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১৯:১০

সর্বশেষ

শিরোনাম