জয়পুরহাটের জামাইদের নিয়ে ঐতিহ্যবাহী মাছের মেলা
নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই পৌর এলাকার পাঁচশিরা বাজারে বসেছে প্রায় শত বছরের জামাইদের নিয়ে ঐতিহ্যবাহী মাছের মেলা। এতে বিভিন্ন জাতের বড় বড় মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। চলে হাঁক-ডাক, দরদাম, আর বড় বড় মাছ কেনার প্রতিযোগিতা। আকার অনুযায়ী প্রতি কেজি মাছ ২শ থেকে ১৫শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবার মেলায় ৩২ কেজি পর্যন্ত মাছ উঠেছে। এ মেলাকে কেন্দ্র করে দুর দূরান্তের জামাইদের নিমন্ত্রণে পরিণত হয় মিলনমেলা ও উৎসব।
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৫০