এ মাসেই এআই ল্যাপটপ আনছে স্যামসাং
প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুবিধার ল্যাপটপ আনছে স্যামসাং। সব ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর স্যামসাংয়ের এআই নির্ভর ল্যাপটপ বাজারে আসবে। যার নাম গ্যালাক্সি বুক–৪। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ল্যাপটপটিতে থাকছে ইনটেলের নতুন মিটিওর লেক প্রসেসর, যা ১৪ ডিসেম্বর লঞ্চ করবে। এর ঠিক পরের দিনই ল্যাপটপটি লঞ্চ হওয়ার কথা।
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৯