Pulsar N250 নাকি Gixxer 250, কোনটি সেরা?
২৫০ সিসি সেগমেন্টে বাংলাদেশের বাইকপ্রেমীদের নজরে এখন দুটি বাইক— Suzuki Gixxer 250 আর Bajaj Pulsar N250। যারা বাইকের দুনিয়ায় নতুন, কিংবা আপগ্রেডের কথা ভাবছেন, তাদের কাছে এই মডেল দুটি হতে পারে ভালো অপশন। তবে কোনটা আপনার জন্য উপযুক্ত হবে, সেটা নির্ভর করবে কোন ফিচারস আপনাকে বেশি টানে, তার ওপর। চলুন এবার খুঁটিনাটি জেনে নেওয়া যাক বাইক দুটি সম্বন্ধে।