সিল্কি, শাইনি আর হেলদি চুল পেতে ঘরোয়া টিপস
চুলের যত্ন বলতে আমরা সাধারণত শুধু তেল, শ্যাম্পু বা কন্ডিশনারকেই ভাবি। কিন্তু বাড়িতেই এমন কিছু সহজ, প্রাকৃতিক উপায় আছে যেগুলো নিয়মিত ব্যবহার করলে চুল পড়া, রুক্ষতা, খুশকি—সব সমস্যাই অনেক কমে যায়। চুল হয়ে ওঠে নরম, ঝলমলে আর স্বাস্থ্যকর।