ঘরে রাখা যে গাছগুলো দীর্ঘজীবী হয়
ঘরের এক কোণে সবুজ পাতার নীরব উপস্থিতি যেমন মানসিক প্রশান্তি এনে দেয়, তেমনি দীর্ঘস্থায়ী একটি গাছ বছরের পর বছর একটি পরিবারের অংশ হয়ে উঠতে পারে। অনেকেই গৃহসজ্জার জন্য বা মানসিক প্রশান্তির খোঁজে ঘর সাজান বিভিন্ন গাছ দিয়ে। তবে অধিকাংশ সময়ই দেখা যায়, যত্নের ঘাটতি, আলো-পানির অনুপযোগিতা কিংবা আবহাওয়ার কারণে সেগুলো দীর্ঘদিন টিকে থাকে না।