সোমবার   ১৩ মে ২০২৪ || ২৯ বৈশাখ ১৪৩১

লাইফস্টাইল বিভাগের সব খবর

ডালবীজ সংরক্ষণে পোকা দমনের ঘরোয়া ব্যবস্থাপনা

ডালবীজ সংরক্ষণে পোকা দমনের ঘরোয়া ব্যবস্থাপনা

কর্মব্যস্ত জীবনে সাংসারিক চাহিদার একটা মূল অংশই মেলে মুদি দোকানে। সময়ের অভাবে অনেকেই সারা মাসের মুদিখানার সামগ্রী এক বারেই এনে সংগ্রহ করে রাখেন। বার বার অর্ডার করা কিংবা দোকানে গিয়ে কেনার সময় কোথায়। তবে ডাল, মটর, ছোলা কিংবা অন্যান্য শস্যদানা জাতীয় পণ্য একেবারে কিনে নিলে তাতে পোকা ধরে যায়। অনেক ক্ষেত্রে এসব রোদে দেওয়ার সময় হাতে থাকে না। অনেকে আবার পোকার হাত থেকে বাঁচাতে ছোলা,মটর ফ্রিজে রাখেন। তবে সব ডাল থো আর ফ্রিজেও রাখা সম্ভব নয়। রোদে না দিলেও অন্তত কয়েকটি টোটকা মেনে চললে ডালে পোকা ধরার সমস্যা কিছুটা হলেও আটকানো যায়।

রোববার, ৫ মে ২০২৪, ১২:৪২