স্বাস্থ্য, ত্বক ও ঘরের যত্নে ছোট্ট জাদু ‘আদা’
আদা শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটি আমাদের স্বাস্থ্যের জন্য একধরনের জাদু। গলা ব্যথা কমানো, হজম ভালো রাখা, সর্দি-কাশি প্রতিরোধ, ওজন নিয়ন্ত্রণ, ত্বক উজ্জ্বল রাখা, চুল ঝলমলে করা—আদার ক্ষমতা সত্যিই অসাধারণ। প্রাচীনকাল থেকে আদাকে ওষুধের মতো ব্যবহার করা হয়ে আসছে।